সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণ পরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ,সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী জননেতা এডভোকেট লুৎফুর রহমান অসুস্হ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। 
আজ ২রা সেপ্টেম্বর বিকেল ৪:০০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেছেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে  জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন। .
মরহুম এডভোকেট লুৎফর রহমানের নামাজে জানাজা আগামীকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ২:৩০ ঘটিকায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে তাহার পারিবারিক সূত্রে জানা গেছে।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, সিলেট থেকেঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: